শিরোনাম

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট-২০১৯: বৃষ্টি অনেক দেশের স্বপ্ন লন্ডভন্ড করে দিল

কামাল উদ্দিন আহাম্মেদ, সম্পাদক, চেতনায় একাত্তর

অনেক আশা আকাঙ্খা নিয়ে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ইংল্যান্ডে শুরু হলো‘ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ২০১৯’ বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেট প্রতিযোগিতা। অংশগ্রহনকারী প্রতিটি দেশের সাথে বাংলাদেশের ক্রিকেটমোদী মানুষও বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আশায় বুক বেধেঁ ছিল। তাছাড়া বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমিক মানুষ খেলাটি উপভোগ করার জন্য অধির আগ্রহে অপেক্ষার প্রহর গুনছিল।

 

কিন্তু অতি বৃষ্টির কারনে প্রতিযোগিতার জৌলুস হারিয়েছে, বৃষ্টির কারনে খেলা পরিত্যক্ত হচ্ছে, সাথে সাথে অনেক দেশের বিশ্বকাপ জয়ের আশা ভঙ্গ হচ্ছে। ইতি মধ্যে ১৩ দিনে ১৬টি খেলার মধ্যে ৩দিনের খেলাই পরিত্যাক্ত হয়েছে, এক চতুরাংশ পরিত্যক্ত বলা চলে। এইভাবে চলতে থাকলে ৪৬ দিনে ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে খেলা চলবে ৩০শে মে থেকে ১৫ই জুলাই পর্যন্ত। এই সময়টা হলো ইংল্যান্ডে থেমে খেমে বৃষ্টি হয়ে থাকে। তাই প্রতিযোগিতার পুরো সময়টাতেই বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়, আর এই ভাবে বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হতে থাকলে আনুমানিক ১০/১২টি খেলা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা আছে। আর একটি প্রতিযোগিতার ১২টি খেলা পরিত্যক্ত হলে, প্রতিযোগিতা পরিপুন্নতা পাবে না, বিশ্বকাপ ক্রিকেট নিজস্ব জৌলুস হারাবে। জৌলুসহীন বিশ্বকাপ ক্রিকেট খেলার চেয়ে, চলমান প্রতিযোগিতাটিই পরিত্যক্ত ঘোষনা করা ন্যায় সঙ্গত বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন। বিশ্বকাপ ক্রিকেট এর ঐতিয্যের ধারাবাহিকতা বজায় থাকবে, বৃষ্টির কৃপায় কোন দেশ ফাইনাল, সেমিফাইনাল খেলবে না-চ্যাম্পিয়ন হবে না। প্রতিযোগিতার মাধ্যমে ভাল খেলা খেলেই চ্যাম্পিয়ন হবে।

তাছাড়া আইসিসি বিরুদ্ধে ভারত,ইংল্যান্ড ও অষ্ট্রেলিয়াকে খেলার মেনোতে সুবিধা দেওয়ার অভিযোগ আছে, এবং আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে ইংল্যান্ড ভারত নিজেদের খেলার তারিখ নিদ্ধারন করে নেন। ইতিমধ্যে যে সমস্ত দেশের খেলা পরিত্যক্ত হয় তাদের মধ্যে ওয়েস্ট ইন্ড্রিজ, দক্ষিন আফ্রিকা, বাংলাদেশ,শ্রীলঙ্কা,পাকিস্তান। ইংল্যান্ড,ভারত, অষ্ট্রেলিয়া,নিউজিল্যান্ড এই চারটি দেশের কোন খেলাই বৃষ্টির কারনে পরিত্যাক্ত হয়নি। আইসিসি পরিকল্পিতভাবেই এই চারটি দেশকে নিয়ে সেমী ফাইনাল খেলার বিষয়টি মাথায় রেখেই সব কিছু সাজিয়েছে বলেই মনে হয়। ২০১৯ সালের বিশ্বকাপের ইতিহাসে বৃষ্টির নতুন রেকর্ড হলো । এর আগে কোন বিশ্বকাপে দুটির বেশি ম্যাচ পরিত্যক্ত হয়নি। ১৯৯২ ও ২০০৩ সালের বিশ্বকাপে দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চলতি বিশ্বকাপের সিকিভাগ খেলা মাঠে না গড়াতেই ম্যাচ পরিত্যক্ত হলো তিনটি।

এই অভিযোগ থেকে আইসিসির মুক্তির একমাত্র পন্থা হলো বর্তমান প্রতিযোগিতা পরিত্যক্ত ঘোষনা করে  ঝড়বৃষ্টি মাথায় রেখে নতুনভাবে মেনো তৈরী করে প্রতিযোগিতাটি নতুনভাবে শুরু করা, এতে করে আইসিসি এর ও বিশ্বকাপ ক্রিকেটের ঐতিহ্য জৌলুস বজায় থাকবে।

 

 

দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট২০১৯ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দেশসমুহের নাম-ঃ

 

১.ভারত ২. দক্ষিণ আফ্রিকা ৩. ইংল্যান্ড ৪. নিউজিল্যান্ড ৫. অস্ট্রেলিয়া ৬. পাকিস্তান ৭. বাংলাদেশ ৮. শ্রীলঙ্কা  ৯. ওয়েস্ট ইন্ডিজ  ১০. আফগানিস্তান

 

 

 

বিশ্বকাপ ক্রিকেট নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে বাংলাদেশ তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের সারা শরীর আনন্দ ও উত্তেজনায় রোমাঞ্চিত হয়ে উঠে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ২০১৯  বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেট প্রতিযোগিতার দ্বাদশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাউন্ড-রবিন ও নকআউট পদ্ধতিতেÑ ৩০ মে ২০১৯ থেকে ১৪ জুলাই ২০১৯ পর্যন্ত যৌথভাবে ইংল্যান্ড এবং ওয়েলসের মাটিতে। ওভালে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৪৬ দিনে ৪৮ ম্যাচের এ বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই, লর্ডসে। মোট অংশগ্রহণকারী দেশের সংখ্যা ১০।

 

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলাগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ পর্বে অংশগ্রহণকারী ১০ দলই একে-অপরের বিপক্ষে একই গ্রুপে প্রতিদ্ধন্ধিতায় অবতীর্ণ হবে। প্রত্যেক দলই সর্বমোট নয়টি খেলায় অংশ নেবে। গ্রুপের শীর্ষ চার দল নক-আউট পর্বে উপনীত হবে এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলবে। দেড় মাস ধরে ইংল্যান্ড ও ওয়েলস এর ১১টি মাঠে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। তবে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ বিশ্বকাপ দেখবে টিভিতে, এবং তাদের মাঠে বসে ক্রিকেট দেখতে না পারার দুঃখ ঘোচাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি ‘স্টেট-অব-দি-আর্ট’ টিভি কভারেজের প্রতিশ্রুতি দিযছে।

 

৩০শে মে থেকে ৪৬ দিন ধরে চলা বিশ্বকাপে ম্যাচ হবে মোট ৪৮টি। আইসিসি টিভি সবগুলো ম্যাচই লাইভ প্রচার করবে।

 

আইসিসি বলছে প্রযুক্তি এবং ক্যামেরা ব্যবহারের দিক থেকে এবারের বিশ্বকাপের কভারেজ হবে অভূতপূর্ব, ”স্টেট-অব-দি-আর্ট”।

 

 

প্রতিটি ম্যাচে মাঠে কমপক্ষে ৩২টি ক্যামেরা ব্যবহার করা হবে যেগুলোর আটটি থাকবে ‘আলট্রা-মোশন’ ‘হক-আই’ ক্যামেরা। স্ট্যাম্পের সামনে এবং পেছনে দুদিকেই ক্যামেরা থাকবে। সেইসাথে মাঠের ওপর টাঙানো দড়িতে থাকবে চলমান ”স্পাইডার ক্যামেরা”।

 

আকাশে থাকবে ড্রোন চালিত ক্যামেরা যা দিয়ে ওপর থেকে পুরো স্টেডিয়াম এবং আশপাশের ছবি দেখবেন দর্শকরা।

 

আইসিসি বলছে, এই প্রথমবারের মতো ম্যাচের বিভিন্ন গুরপ্ত¡পূর্ণ মুহূর্তগুলোর রি-পেষ্ট এবং সেই সাথে বিশ্লেষন এমনভাবে এবার টিভি দর্শকরা দেখবেন যে অভিজ্ঞতা আগে তাদের কখনো হয়নি। এই ‘৩৬০ ডিগ্রি’ রিপ্লেতে কয়েকটি ক্যামেরার ফুটেজ যোগ করা হবে।

 

ধারাভাষ্যকারদের চূডান্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।

 

নাসের হুসেইন, ইয়ান বিশপ, কুমার সাঙ্গাকারা, মাইক অ্যাথারটান, সৌরভ গাঙ্গুলি, সঞ্জয় মাঞ্জরেকার,ওয়াসিম আকরাম, রমিজ রাজা এবং মার্ক নিকোলাসের মতো তারকা

 

ম্যাকালাম, গ্রায়াম স্মিথ, শন পোলক, মাইকেল  শ্চেটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইশা গুহ, পমি বাঙ্গাওয়া, হর্শ ভোগলে, সাইমন ডল, ইর্য়ান স্মিথ, আতহার আলি খান, ইয়ার্ন ওয়াল্ড এবং গতবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।

 

 

 

প্রাথমিক পর্বেও খেলার ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সুযোগ পাবে কি না বাংলাদেশের সময়সুচীঃ-

 

তারিখ   প্রতিপক্ষ ভেন্যু

 

২ জুন   দক্ষিণ আফ্রিকা   ওভাল

 

৫ জুন   নিউজিল্যান্ড       ওভাল (দিবারাত্রি)

 

৮ জুন   ইংল্যান্ড কার্ডিফ

 

১১ জুন শ্রীলঙ্কা   ব্রিস্টল

 

১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ    টন্টন

 

২০ জুন অস্ট্রেলিয়া         নটিংহ্যাম

 

২৪ জুন আফগানিস্তান     সাউদাম্পটন

 

২ জুলাই ভারত   বার্মিংহাম

 

৫ জুলাই পাকিস্তান          লর্ডস (দিবারাত্রি)

 

 

 

দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট খেলার সময়সুচীঃ-

 

তারিখ   বাংলাদেশ সময়   ম্যাচ     ভেন্যু

 

৩০ মে  বিকেল সাড়ে ৩টা          ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা    ওভাল

 

৩১ মে  বিকেল সাড়ে ৩টা উইন্ডিজ-পাকিস্তান         নটিংহাম

 

১ জুন   বিকেল সাড়ে ৩টা নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা        কার্ডিফ

 

১ জুন   সন্ধ্যে সাড়ে ৬টা  আফগানিস্তান-অস্ট্রেলিয়া   ব্রিস্টল (দি/রা)

 

২ জুন   বিকেল সাড়ে ৩টা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা  ওভাল

 

৩ জুন   বিকেল সাড়ে ৩টা ইংল্যান্ড- পাকিস্তান         নটিংহাম

 

৪ জুন   বিকেল সাড়ে ৩টা আফগানিস্তান-শ্রীলঙ্কা       কার্ডিফ

 

৫ জুন   বিকেল সাড়ে ৩টা ভারত-দক্ষিণ আফ্রিকা      সাউথাম্পটন

 

৫ জুন   সন্ধ্যে সাড়ে ৬টা  বাংলাদেশ-নিউজিল্যান্ড     ওভাল (দি/রা)

 

৬ জুন   বিকেল সাড়ে ৩টা অস্ট্রেলিয়া-উইন্ডিজ        নটিংহাম

 

৭ জুন   বিকেল সাড়ে ৩টা পাকিস্তান-শ্রীলঙ্কা  ব্রিস্টল

 

৮ জুন   বিকেল সাড়ে ৩টা বাংলাদেশ-ইংল্যান্ড         কার্ডিফ

 

৮ জুন   সন্ধ্যে সাড়ে ৬টা  আফগানিস্তান-নিউজিল্যান্ড টন্টন  (দি/রা)

 

৯ জুন   বিকেল সাড়ে ৩টা ভারত-অস্ট্রেলিয়া ওভাল

 

১০ জুন বিকেল সাড়ে ৩টা দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ   সাউথাম্পটন

 

১১ জুন বিকেল সাড়ে ৩টা বাংলাদেশ-শ্রীলঙ্কা ব্রিস্টল

 

১২ জুন বিকেল সাড়ে ৩টা অস্ট্রেলিয়া-পাকিস্তান        টন্টন

 

১৩ জুন বিকেল সাড়ে ৩টা ভারত-নিউজিল্যান্ড         নটিংহাম

 

১৪ জুন বিকেল সাড়ে ৩টা ইংল্যান্ড-উইন্ডিজ সাউথাম্পটন

 

১৫ জুন বিকেল সাড়ে ৩টা দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান       কার্ডিফ (দি/রা)

 

১৬ জুন বিকেল সাড়ে ৩টা ভারত-পাকিস্তান  ওল্ড টার্ফোড

 

১৭ জুন বিকেল সাড়ে ৩টা বাংলাদেশ-উইন্ডিজ         টন্টন

 

১৮ জুন বিকেল সাড়ে ৩টা ইংল্যান্ড-আফগানিস্তান     ওল্ড টার্ফোড

 

১৯ জুন বিকেল সাড়ে ৩টা নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা         এজভাস্টন

 

২০ জুন বিকেল সাড়ে ৩টা বাংলাদেশ-অস্ট্রেলিয়া       নটিংহাম

 

২১ জুন বিকেল সাড়ে ৩টা ইংল্যান্ড-শ্রীলঙ্কা   হেডিংলি

 

২ জুন বিকেল সাড়ে ৩টা ভারত-আফগানিস্তান       সাউথাম্পটন

 

২২ জুন সন্ধ্যে সাড়ে ৩টা  উইন্ডিজ-নিউজিল্যান্ড      ওল্ড টার্ফোড (দি/রা)

 

২৩ জুন বিকেল সাড়ে ৩টা পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা  লর্ডস

 

২৪ জুন বিকেল সাড়ে ৩টা বাংলাদেশ-আফগানিস্তান   সাউথাম্পটন

 

২৫ জুন বিকেল সাড়ে ৩টা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া         লর্ডস

 

২৬ জুন বিকেল সাড়ে ৩টা নিউজিল্যান্ড-পাকিস্তান     এজভাস্টন

২৭ জুন বিকেল সাড়ে ৩টা উইন্ডিজ-ভারত   ওল্ড টার্ফোড

২৮ জুন বিকেল সাড়ে ৩টা শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা     ডারহাম

২৯ জুন বিকেল সাড়ে ৬টা বিকেল সাড়ে ৩টা

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া                  লর্ডস (দি/রা)

পাকিস্তান-আফগানিস্তান                  লিডস

৩০ জুন বিকেল সাড়ে ৩টা ভারত-ইংল্যান্ড    এজভাস্টন

১ জুলাই বিকেল সাড়ে ৩টা শ্রীলঙ্কা-উইন্ডিজ   ডারহাম

২ জুলাই বিকেল সাড়ে ৩টা বাংলাদেশ-ভারত  এজভাস্টন

৩ জুলাই বিকেল সাড়ে ৩টা ইংল্যান্ড-নিউজিল্যান্ড       ডারহাম

 

৪ জুলাই বিকেল সাড়ে ৩টা আফগানিস্তান-উইন্ডিজ    হেডিংলি

 

৫ জুলাই সন্ধ্যে সাড়ে ৩টা বাংলাদেশ-পাকিস্তান        লর্ডস

৬ জুলাই বিকেল সাড়ে ৩টা শ্রীলঙ্কা-ভারত     হেডিংলি

৬ জুলাই বিকেল সাড়ে ৬টা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওল্ড টার্ফোড (দি/রা)

৯ জুলাই বিকেল সাড়ে ৩টা প্রথম সেমি ফাইনাল (১-৪)         ওল্ড টার্ফোড

১০ জুলাই        বিকেল সাড়ে ৩টা রিজার্ভ ডে        ওল্ড টার্ফোড

১১ জুলাই         বিকেল সাড়ে ৩টা দ্বিতীয় সেমি ফাইনাল      এজভাস্টন

 

১২ জুলাই         বিকেল সাড়ে ৩টা রিজার্ভ ডে        এজভাস্টন

১৪ জুলাই         বিকেল সাড়ে ৩টা ফাইনাল লর্ডস

১৫ জুলাই         বিকেল সাড়ে ৩টা রিজার্ভ ডে        লর্ডস

 

লেখকঃ কামাল উদ্দিন আহাম্মেদ, সম্পাদক, চেতনায় একাত্তর

 

 

Be the first to comment on "ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট-২০১৯: বৃষ্টি অনেক দেশের স্বপ্ন লন্ডভন্ড করে দিল"

Leave a comment

Your email address will not be published.


*