সিরাজদিখান প্রতিনিধি:সিরাজদিখানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সুশাসন সংহতকরণ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অংশিদারিত্বে এবং ব্রিটিশ কাউন্সিলের বাস্তবায়নে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় প্রধান অতিথি জেলা প্রশাসক সায়লা ফারজানা এর উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন জেলা স্থানীয় সরকার উপ পরিচালক এস,এম শফিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার।
এ সময় সিরাজদিখান উপজেলার কেয়াইন, মালখানগর ও ইছাপুরা এই ৩ টি ইউনিয়ন পরিষদের ১৮ জন ইউপি সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রিনাত ফৌজিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা তুহিন, মোবাশে^র হোসেন খন্দকার, দিলারা বেগম প্রমুখ।
Be the first to comment on "সিরাজদিখানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সুশাসন সংহতকরণ বিষয়ক প্রশিক্ষণ"