স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ থেকে সাড়ে ১২পর্যন্ত ঘন্টা শহরের প্রধান বাজার সড়ক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসবের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শত শত মানুষ অংশ গ্রহন করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মোঃ ফারহাদ হোসেন আবিরের নেতৃত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উদিচি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক নারী নেত্রী হামিদা খাতুন সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
মানববন্ধন কারীরা দাবি জানিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে জেলার সকল প্রি-পেইড মিটার খুলে নিয়ে বিগত দিনে ব্যবহৃত মিটার প্রতিস্থাপন করতে হবে। গ্রাহকদের পুলিশি হয়রানী বন্ধ করতে হবে।
যথা সময়ে মধ্যে দাবী আদায় না হলে বৃহত্তর কর্মসূচীতে যাবেন বলে তারা জানান উপস্থিত সাধারণ মানুষজন।
Be the first to comment on "পল্লী বিদ্যুৎতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন"