শিরোনাম

সিরাজদিখানে মাদ্রাসার ছাত্রী অপহরণের চেষ্টা

 

সিরাজদিখান প্রতিনিধি : সিরাজদিখান উপজেলার জৈনসার গ্রামে খাদিজা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী মো. টুটুল হাওলাদার আশরাফ নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে মূল অপহরনকারী সেলিম খন্দকার হৃদয় (২৪) পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। রসুলপুর দাখিল মাদরাসার অষ্টম শ্রেনীর ছাত্রী খাদিজা জৈনসার গ্রামের আলী হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বেরুলে মাদরাসা ছাত্রীকে অপহরণ করার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে উঠানোর চেষ্টা চালায় সেলিম খন্দকার হৃদয় নামে বখাটে। এ সময় ছাত্রীর আর্তচিৎকারে তার পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসে। এতে বখাটে সেলিম পালিয়ে গেলেও পিকআপ ভ্যানের চালক টুটুল হাওলাদারকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। সিরাজদিখান ওসি মো.ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় শুক্রবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহরণ চেষ্টার মূলহোতা সেলিম খন্দকার হৃদয়কে গ্রেফতার করার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। পিকআপ ভ্যানের চালক টুটুল হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

Be the first to comment on "সিরাজদিখানে মাদ্রাসার ছাত্রী অপহরণের চেষ্টা"

Leave a comment

Your email address will not be published.


*