মাহবুব আলম জয়, মাওয়া থেকে ফিরে: ক্রমেই পদ্মার বুকে জেগে উঠছে স্বপ্নের পদ্মা সেতু। ১৯৫০ মিটার দৃশ্যমান হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু নিয়ে বাড়ছে মানুষের আগ্রহ। অন্যদিকে পদ্মা সেতুকে ঘিরে উন্নয়নের আশায় স্বপ্নে বুক বেঁধেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।
ঈদের ছুটিতে অনেকেই সেতু দেখতে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আসছেন।প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।
শনিবার বিকালে মাওয়া পদ্মা সেতুর পাড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের নারী পুরুষ দেখতে ভীড় জমাচ্ছেন। ছবি ও সেলফিল তুলছেন। পদ্মাসেতুর দৃশ্য দেখে আননন্দিত হচ্ছেন দর্শনার্থীরা। দর্শনার্থী মো: গোলাম রহমান বলেন, স্বপ্নের পদ্মাসেতু আজ দৃশ্যমান। তাই এর দৃশ্য দেখতে আসা। স্থানীয় ব্যক্তিবর্গ সহ বিভিন্ন এলাকার লোকজনে আসছেন পদ্মার পাড়ে। একদিকে যেমন নদীর মিতালী অন্যদিকে দৃশ্যমান পদ্মাসেতুর সৌন্দর্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে প্রতিনিয়ত।
Be the first to comment on "মুন্সীগঞ্জে পদ্মা সেতু এলাকায় বাড়ছে দর্শনার্থী"