স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়। বুধবার এই জামাতে শহরের হাজার হাজার মুসল্লী নামাজ আদায় করেন। এতে অংশ নেন সাবেক সাংসদ, বর্তমানে মুন্সীগঞ্জ জেলা পিরিষদ চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মো. মহিউদ্দিন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ। এর মধ্যে জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব উপস্থিত ধর্মপ্রাণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। প্রধান জামাতে ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. শহীদুল্লাহ।
এরপর শহরের দক্ষিণ কোর্টগাঁওস্থ টেনিস কমপ্লেক্স মাঠে সকাল সোয়া ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ঈদগাঁয়ে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ঈদগাঁ ময়দান অংশ নেয়। পরে ঈ; শুভেচ্ছা বিনিময় করে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ঈদ জামাতে মুসল্লীদের ঢল"