শিরোনাম

জয় দিয়েই কাতার বিশ্বকাপ বাছাই শুরু করলো বাংলাদেশ

 

অনলাইন ডেস্ক ॥ প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ছিল। বাংলাদেশ কোচ জেমি ডেও ম্যাচের আগে জানিয়েছিলেন লাওসকে হারিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাই শুরুর লক্ষ্য। রবিউল হাসানের গোলে সে লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ।

 

কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচে বৃহস্পতিবার লাওসের জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে জিতে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে ২০১৮ সালের মার্চে দুই দলের আগের ম্যাচটি ২-২ ড্র হয়েছিল।

লাওসের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেলো দল বাংলাদেশ। ২০১৮ সালের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের মাঠ সিলেট জেলা স্টেডিয়ামে একই ব্যবধানে জিতেছিল দল।

 

ভুল পাস আর এলোমেলো খেলা ছিল প্রথমার্ধে। আক্রমণের ধারও ছিল না তেমন। মাঝমাঠ থেকে মাঝে মধ্যে ভালো বল আক্রমণভাগে সরবরাহ হলেও ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেননি। স্বাগতিকদের আক্রমণেও ছিল না তেমন ধার।

 

২৫তম মিনিটে দূরপাল্লার ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ফেরান আশরাফুল ইসলাম রানা। একটু পর আরেকটি কর্নার বাঁক খেয়ে ভেতরে ঢোকার আগে আটকান বাংলাদেশ গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের একটি আক্রমণ ফেরান লাওসের গোলরক্ষক।

 

৬৭তম মিনিটে মামুনুল ইসলামের বাকানো কর্নার ফিস্ট করে ফেরান গোলরক্ষক। পাঁচ মিনিট পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে দেখে শুনে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন রবিউল। এ গোল ধরে রেখে কাঙিক্ষত জয় নিয়ে মাঠ ছাড়ে দল।

 

আগামী ১১ জুন ফিরতি পর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাওসের সঙ্গে খেলবে বাংলাদেশ।

Be the first to comment on "জয় দিয়েই কাতার বিশ্বকাপ বাছাই শুরু করলো বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*