শিরোনাম

রামপালে ১১০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার:  পূর্বদেওসার মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ১১০ জন গরীবের মাঝে ঈদের খাদ্য  সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে রামপাল হাইস্কুল প্রাঙ্গণে পূর্বদেওসার জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি মো: ফারুক ঢালীর সভাপতিত্বে এতে প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ।

অন্যান্যদের মধ্যে ছিলেন আ: রশিদ ঢালী, মো: শহিদুল্লাহ মানিক, মো: আনোয়ার হোসেন, মো: আলাল ঢালী, মো: জামাল হোসেন, মো: ইসলাম হাওলাদার, মো:  আলামিন ঢালী, মো: সুমন ঢালী ও ড্যানি হাওলাদার প্রমুখ।

এ সময় ঈদ সামগ্রী হিসেবে পোলার চাউল,খিচুরী চাউল, চিনি,সেমাই, তেল, ও মুরগী ও  ডাল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটি প্রতি বছর এই সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।

 

 

Be the first to comment on "রামপালে ১১০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*