স্টাফ রিপোর্টার: এবারের ঈদে বিভিন্ন টেলিভিশনে তিনটি টেলিফিল্ম নিয়ে আসছে নাট্য প্রযোজনা সংস্থা বিরহী মাল্টিমিডিয়া। বিরহী মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মুন্সীগঞ্জের বিরহী মুক্তার সভ্যতার আলোকে জানান,
ঈদের পঞ্চম দিন রাত দশটায় থাকছে প্রস্থান পরিচালনায় সকাল আহমেদ প্রচারিত হবে এশিয়ান টেলিভিশনে। ঈদের ষষ্ঠ দিন মেহেদী হাসান জনি পরিচালিত টেলিফিল্ম গল্পের ইতি টানব না প্রচারিত হবে বাংলাভিশনে দুপুর ২ টা ১০ মিনিটে। ঈদের সপ্তম দিন নাটক গল্পটা তোমারই-২ পরিচালনায় মেহেদী হাসান জনি প্রচারিত হবে এনটিভিতে সকাল ৯ টায়। টেলিফিল্মগুলোতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া,মেহজাবিন ও অপূর্ব প্রমুখ।
বিরহী মুক্তার বলেন, দর্শকরা যাতে ভারতীয় নাটক থেকে দেশীয় নাটকের দিকে অগ্রসর হয় সেই কথা ভেবে চাহিদা সম্পন্ন নাটক নির্মাণ করছে বিরহী মাল্টি মিডিয়া।
Be the first to comment on "এবারের ঈদে তিনটি টেলিফিল্ম নিয়ে আসছে বিরহী মাল্টিমিডিয়া"