স্টাফ রিপোর্টার।।মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরি ঘাটে যানবাহনের অপেক্ষায় ঘাটে বসে আছে ফেরি। ঘাটে যাত্রীর তেমন কোন চাপ নেই। পাকিং ইয়ার্ডে ছিলনা তেমন কোন গাড়ী। খুব নির্বিঘেœই ঈদে ঘরমুখো যাত্রীরা পার হয়েছে। শনিবার দুপুরে শিমুলিয়া ঘাট সরজমিনে পরিদর্শণকালে এমন চিত্রই দেখা যায়।
বিআইডবিøউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, যাত্রীদের নিরাপদে ফেরি পারাপার করতে এবার ১৫টি নিয়মিত ফেরি সাথে আরো ৩টি ফেরি যোগ করে সর্বমোট ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মত যাত্রী বা যানবাহনের চাপ পড়েনি। শনিবার সকালের দিকে হালকা যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ফেরি গুলো ঘাটে অলস দাড়িয়ে ছিল। যানবাহনের অপেক্ষায় ছিল ফেরি। ঘাটে আসার সাথে সাথে ফেরিতে সরাসরি যানবাহনগুলো উঠতে পেরেছে। এছাড়া সময় সময় ফেরি জটও ছিল ঘাটে। যানবাহনের অপেক্ষায় থাকা ফেরির পেছনে ফেরি ভাসমান ছিল। একটি ফেরি ছেড়ে না যাওয়ায় অপর ফেরি ঘাটে ভিড়তে পারছিলনা। দীর্ঘ ছুটির কারণেই এমনটা হচ্ছে বলে তিনি ধারণা করছেন। যাত্রীরা এখন এক দুই দিনের চাপ নিয়ে বাড়ি যাচ্ছেনা, তাই ঘাটেও তেমন চাপ নেই।
মাওয়া ট্রাফিক ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটের ট্রাফিক ব্যবস্থা খুব স্বাভাবিক রয়েছে। ঘাটে আসার সাথে সাথেই গাড়ীগুলো ফেরিতে উঠতে পারছে। ঢাকা-মাওয়া মহাসড়কেও নেই কোন যানজট। তবে ঢাকা থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় একটি বাসকে ট্রাফিক আইনের ১৫২ ধারায় মামলা করা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. কাবিরুল ইসলাম খান জানান, শনিবার যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দেই শিমুলিয়া ঘাট দিয়ে নানা প্রকার নৌযানে পার হয়েছে। ফেরিতে কোন চাপই ছিলনা। তবে লঞ্চ ও সিবোট ঘাটে কিছুটা যাত্রী দেখা গেছে যা কীনা প্রতি শুক্রবারের মত অতিরিক্ত যাত্রীর চাপের মতই মনে হয়েছে। সিবোর্টসহ কোন নৌযানেই অতিরিক্ত ভাড়া আদায় করতে দেয়া হচ্ছেনা। নির্ধারিত ১৮০ টাকার সিবোট ভাড়াসহ অন্যান্য নৌযানগুলো যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য ঘাটে সার্বক্ষনিক দু’জন ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। তাছাড়া আমি নিজেও সকাল বিকাল দু’বেলা ঘাটে সরজমিন পরিদর্শণ করে যাত্রীদের নির্বিঘেœ পারাপারের খোঁজখবর রাখছি।
—সভ্যতার আলো
Be the first to comment on "সময় সময় ফেরিজট, শিমুলিয়া ঘাটে যানবাহনের অপেক্ষায় ফেরি"