স্টাফ রিপোর্টার: বিক্রমপুর-মুন্সীগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব, মাওলানা মোহাম্মাদ আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ এর সাংসদ মাহি বি চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুল হোসাইন সোহাগ ও সঞ্চালনায় ফজলে লোটাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, গিয়াস উদ্দিন আহমেদ সদস্য-প্রচার প্রকাশনা কেন্দ্রিয় উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, গোলাম সারোয়ার মামুন সিনিয়র সহ সভাপতি,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,মাকসুদ রহমান ডাবলু- সদস্য -বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ,এস.এম রফিকুল ইসলাম সুজন সদস্য-র্অথ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ, আসাদুজ্জামান সুমন সদস্য -বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও সাবেক সভাপতি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আরশাদ আকাশ, গেন্ডারিয়া থানার ওসি রাসেল মাহমুদ, শ্যামপুর থানা ওসি জামাল হোসাইন, ফয়সাল খান- সাবেক সহ সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক রনি চৌধুরী,বিক্রমপুর-মুন্সীগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, সংগঠনের সাবেক সভাপতি গোলাম কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্রমপুর-মুন্সীগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাংসদ মাহী বি চৌধুরী বলেন, বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য রক্ষায় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আর এর নেতৃত্ব দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংগঠন। উপস্থিত অতিথিরা এই সংগঠনের যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Be the first to comment on "বিক্রমপুর-মুন্সীগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল"