মোজাম্মেল হোসেন সজল : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে শিমুলিয়া ঘাটে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ’শ সদস্য।
বৃহস্পতিবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। দুপুরে বিআইডব্লিউটিএ’র মাঠে এক ব্রিফিংয়ের মাধ্যমে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান ও মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম সকল সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় পুলিশের এই দুই কর্তা সকলকে ইবাদতের মতো দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এবার যাত্রী নিরাপত্তায় পুরো শিমুলিয়া ঘাট এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়াও থাকছে ওয়াচ টাওয়ার, ই-ট্রাফিক সেবা এবং যাত্রী সেবায় মেডিকেল টিমসহ পুলিশের কন্ট্রোল রুম।
ব্রিফিং শেষে ডিআইজি হাবিবুর রহমান ঘাট এলাকা পরিদর্শন করেন।
Be the first to comment on "শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ : ডিআইজি"