সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৯ সালের এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ৩০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজি আব্দুল ওয়াহে মোহাম্মদ সালেহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলীসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এস.এস.সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০জন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়।
Be the first to comment on "সিরাজদিখানে এস.এস.সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা"