স্টাফ রিপোর্টার: ২৬ শে মে হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে নবীন প্রবীণ সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে। সভায় প্রথমে প্রয়াত নাট্যজন হিরণ ঢালী,কিরণ ঢালী সহ সকল প্রয়াত নাট্য কর্মীর রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। সহ সভাপতি দেলোয়ার হোসেন সংগঠনের ভাবমূর্তি বজায় রেখে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। সহ সভাপতি, অভিনয় শিল্পী শেখ সুমন বলেন, সংগঠনকে সকল কিছুর উর্ধ্বে রেখে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে মান সম্মত প্রযোজনা মঞ্চে নিয়ে আসতে হবে।
সিনিয়র শিল্পী আতাউর রহমান বলেন, হিরণ কিরণ থিয়েটার সামাজিকভাবে দায়বদ্ধ। সদস্যদের কর্মকান্ডে দলের সম্মান ক্ষুণ হয় এমন কাজ থেকে সদস্যদের বিরত থাকার আহবান জানান। নাট্য অভিনেতা শেখ শামিমের বক্তব্যে নতুন কাজের স্পৃহা ফুটে ওঠে।
আগামী ঈদ উল ফিতরের পর জাহাঙ্গীর আলম ঢালী’র রচনা ও শেখ শামিম- নাজমুল ইসলামের নির্দেশনায় “জ্যোৎস্না রাতের কান্না ” নাটকের মঞ্চায়নের সিদ্ধান্ত হয়। দর্শকদের জন্যে ঈদের পর চমক রয়েছে বলে সভাপতি এ্যাড.মুজিবুর রহমান শেখ প্রতিবেদককে জানান। সভায়, সাবেক ভিপি নুরুল ইসলাম, শান্ত, শিবলী, মুন্না, আনাস,মাহিম, অনিক পাল,অনিক সাহা, রাজা, রাকিব, ফরহাদ, আশা, সিনথিয়া, সুচি অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন।
Be the first to comment on "হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন"