শিরোনাম

সিরাজদিখানে উন্মুক্ত বাজেট সভা

 

সিরাজদিখান  প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশনের প্রস্তাব করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মাখানগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

 

উল্লেখিত অর্থ বছরের বিভিন্ন খাতে ৮৯ লাখ ৩৬ হাজার ৯ শত ৬৩ টাকা প্রস্তাব করেন মালখানগর ইউপি সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক আমিনুল ইসলাম। মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার জোৎ¯œার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রম বিষয়ক সম্পাদক লেখক সামছুল হক, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ, শিক্ষক সুজন ব্যানার্জী, শিক্ষক বীনা দে, শিক্ষক আমেনা বেগম, শিক্ষক অভিজিৎ দাস পাভেল, ইউপি সদস্য হারুন অর রশিদ, ইউপি সদস্য হযরত আলী খান, মহিলা ইউপি সদস্য মিমি আক্তার, সদস্য আওলাদ হোসেন ও পরিষদের আরো সদস্য, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সিনিয়র সিটিজেন আয়শা খাতুন (১০১) ও ৯ ওয়ার্ডের ৯জন শ্রেষ্ঠ করদাতা এবং ইউনিয়নের ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের এ বছর পিএসপি পরিক্ষায় জিপিএ ৫ পাওয়া ২২ জনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

Be the first to comment on "সিরাজদিখানে উন্মুক্ত বাজেট সভা"

Leave a comment

Your email address will not be published.


*