স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্বেষণ বিক্রমপুরের আয়োজনে শনিবার বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমি সভাকক্ষে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে অন্বেষণ বিক্রমপুরের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বেঅন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. শাহীন মো: আমানউল্লাহ, স্পেশাল পিপি এড. লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ,সাধারন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, সাংবাদিক মো: আতিকুর রহমান টিপু, মো: বাছিরউদ্দিন জুয়েল, মো: জসীমউদ্দীন দেওয়ান, মো: মাহবুব আলম লিটন, মো: মাসুদুর রহমান, এড. সেতু ইসলাম, আব্দুস সালাম, মো: শিহাবুল ইসলাম, মাহবুব আলম জয়, মো: হাবিবুর রহমান, মো: মাহফুজুর রহমান ও মো: রাব্বি প্রমুখ।
আলোচনা শেষে নজরুল স্মরণে সঙ্গীত পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড: শাহীন মো: আমানউল্লাহ।
আলোচনায় বক্তারা কবিকে বিশ্বমানের কবির সাথে তুলনা করেন জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে অনু্ষ্ঠানে সহযোগীতা করেন জেলা শিল্পকলা একাডেমি।
Be the first to comment on "মুন্সীগঞ্জে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত"