শিরোনাম

পদ্মা সেতুর ১৩তম স্প্যান প্রস্তুত, বসানো হবে আজ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ॥ পদ্মা সেতুর ১৩তম স্প্যান ১৫ নম্বর খুঁটির সামনে এনে প্রস্তুত রাখা হয়েছে। তবে বসছে শনিবার। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে এটি কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা হয়। সোয়া ১১টার দিকে ১৫ নম্বর খুঁটির কাছে আসে। এখন এটি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। এ্যাংকরিংয়ের পর দুপুর ২টায় জানানো হয়। এটি শনিবার বসনো হবে। কারণ সম্পর্কে পদ্মাসেতুর দায়িত্বশীল এক প্রকৌশলী হুমায়ুন কবির জানান, এ্যাংকরিং করার পর দেখা গেছে বাকি যে বেলা রয়েছে। এতে বসানোর পর পুরো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই  শনিবার সকালে এটি খুঁটির ওপর স্থাপন করা হবে। আবহাওয়াসহ নানা কারণে সকালে এটি জেডি থেকে রওনা হতে কিছুটা বিলম্ব হয়। সব ঠিকঠাক থাকলে এটি আজ শনিবার বসছে। এই স্প্যানটি স্থাপন হলে পদ্মা সেতু দৃশ্যমান হবে প্রায় ২ কিলোমিটার।

‘৩বি’ নামের স্প্যানটি মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারে বসানোর হচ্ছে। ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যরে ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন বহন করে নিয়ে আসে। এটি এখন এ্যাংকরিং হয়েছে। এখন ভাসমান ক্রেনবাহী জাহাজটি যথাস্থানে এ্যাংকরিং সম্পন্ন করার পরই ক্রেনে করে এটি স্থাপন করা হবে খুঁটির ওপরে।

 

এর আগে ২০ মে বসানোর কথা থাকলেও পদ্মায় নাব্য সঙ্কট আর লিফটিং ক্রেনের স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। স্প্যানবহনকারী ক্রেনের রুটে পদ্মায় নাব্যতা-সঙ্কট রয়েছে। এছাড়া স্প্যানটি ভাসমান ক্রেনে নিয়ে যাওয়ার জন্য লিফটিং ক্রেন প্রয়োজন । লিফটিং ক্রেন ২৬ নম্বর পিলারের পাইলিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। পাইলিং কাজ শেষ হলে ১৩ তম স্প্যান বসানো হবে। এই স্প্যানটি বসানো হলে সেতুর ১৯৫০ মিটার দৃশ্যমান হবে। জাজিরা প্রান্তে সেতুর ১৩৫০ মিটার ও মাওয়া প্রান্তের একটি স্থায়ী ও একটি অস্থায়ী স্প্যান মিলে মোট ৩০০ মিটার এবং সেতুর মাঝ বরাবর ৫-এফ স্প্যানটি অস্থায়ীভাবে বসানো শেষ হওয়ায় সেতুর মোট ১৮০০ মিটার আগেই দৃশ্যমান আছে।

 

Be the first to comment on "পদ্মা সেতুর ১৩তম স্প্যান প্রস্তুত, বসানো হবে আজ"

Leave a comment

Your email address will not be published.


*