শিরোনাম

আজ মুন্সীগঞ্জের ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

 

সিরাজদিখান  প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজংয়ে বিদ্যুৎ সরবরাহ আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে। সিরাজদিখানের ধলেশ^রী শাখা নদীর (তালতলা-বালিগাঁও খাল) কাইচাইল-বাড়ৈপাড়া এলাকায় ৩৩ কেভি দুটো লাইনে সমস্য সমাধানে কাজ চলবে। ভবিষ্যতে যাতে সমস্যা না হয় এজন্য আরো ২ টি অতিরিক্ত নতুন লাইনের কাজ করা হবে। এজন্য গতকাল শুক্রবার লাইন টেকনিশিয়ান ওবায়দুর রহমানের নেতৃত্বে সিরাজদিখানের বিভিন্ন এলাকায় জনগনকে সচেতন করতে মাইকিং করা হয়েছে।

সিরাজদিখান পল্লি বিদ্যুৎ সমিতি ডিজিএম জানান, আমাদের জেলায় বিদ্যুতের কোন ঘাটতি নেই তাই লোড সেডিং নেই। তবে মাঝে মাঝে কোন ঝড়-বৃষ্টি, গাছের ডালকাটাসহ কোন সমস্যা হলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখতে হয়। এই নদীর উপর ৩৩ কেভি লাইন দুটো ঠিক করা এবং নতুন দুটো লাইন চালু হলে সমস্যা অনেকটা কেটে উঠবে। সিরাজদিখান উপজেলার পুরোটাই বিদ্যুৎ সরকরাহ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে। লৌহজং উপজেলার মাওয়া পদ্মাসেতু এলাকা ছাড়া বাকিটা বন্ধ থাকবে এবং শ্রীনগর উপজেলার সিংপাড়া সাব-ষ্টেশনের আওতা এলাকা ছাড়া বাকিটা বন্ধ রাখা হবে।

 

 

Be the first to comment on "আজ মুন্সীগঞ্জের ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে"

Leave a comment

Your email address will not be published.


*