তোমার কাছে আসি যতবার
মনে হয় আর হবে না আসা
এই হয়তো শেষ হয়ে যাবে
অপলক ভালবাসার স্বপ্নগুলো,
মনে হয় আর হবে না
তোমার পাশে থাকা
এই হয়তো ছিন্ন হয়ে যাবে সব সম্পর্ক।
যতবার ফিরে তাকাই তোমার দিকে
মনে হয় এই বুঝি শেষ,
হয়তো আর তাকাতে পারবো না তোমার চোখে।
ভালবাসার মুহুর্ত গুলো ক্ষীণ হয়ে আসে
মনে হয় সময় তো বেশি নেই,
এর পরের অনেক পরে,বদলে যাবে সব
নি:শ্বাসকে খুব কাছ থেকে স্পর্শ করি,
তবু মনে ঝড় বয়ে যায়,
মনে হয় এই বুঝি দম বন্ধ হয়ে
সহসা বেরিয়ে যাবে প্রাণ।
Be the first to comment on "কবি রুমা আক্তারের কবিতা ‘ মনে হয়’"