স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর মহিউদ্দিন ১০০ প্লাস মেমোরিস্ এ্যালবাম এর সৌজন্য সংখ্যা গ্রহন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মুজাম্মেল হক এম.পি বলেন ১৯৬৯ সনে বাঙ্গালী জাতির এক ক্রান্তিলগ্নে, দুঃসময়ে বঙ্গবন্ধুর পাশে ছিলেন মোঃ মহিউদ্দিন, পালন করেছিলেন বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্ব।
বঙ্গবন্ধুকে হত্যার আগ পর্যন্ত মোঃ মহিউদ্দিন বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন শেষে সেই কালো রাতে রাতে বঙ্গবন্ধুর নির্দেশে মোঃ মহিউদ্দিন নিজ বাসায় চলে না গেলে তাকেও মৃত্যুর মুখে পতিত হতে হতো। মোঃ মহিউদ্দিন সৌভাগ্যবান যে তিনি বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন দেশ ভ্রমন করেছেন, বিভিন্ন সভা সমাবেশে, রাষ্টীয় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। এই এ্যালবামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটির মাধ্যমে অনেক কিছু জানা যাবে, বইটি প্রকাশের জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে মন্ত্রীকে এ্যালবামটির সৌজন্য সংখ্যা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যালবামটির সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহিম, ও অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
Be the first to comment on "দুঃসময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন মোঃ মহিউদ্দিন।।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী"