স্টাফ রিপোর্টার: বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সদরের রামপালে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০ টায় সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা প্রিপেইড মিটার বন্ধ করে পূর্বের মিটার বহাল রাখার দাবি জানান।
মুক্তিযুদ্ধা মো: মোফাজ্জল হোসেন মাষ্টার জানান এখনকার লোকজন কৃষিকাজ সহ বিভিন্ন দিনমজুর করে জীবিকা নির্বাহ করে। কোন মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারলে পরের মাসে পরিশোধ করে।কিন্তু প্রিপেইড মিটার দেয়া হলে অনেকের নিকট টাকা না থাকলে বিদ্যুৎ তারা পাবেন না। তাই সরকারে কাছে মুক্তিযুদ্ধা হিসেবে প্রিপেইড মিটার বন্ধের দাবি জানাই।
Be the first to comment on "প্রিপেইড মিটার বন্ধের দাবিতে সিপাহীপাড়ায় মানববন্ধন"