মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যভিত্তিক সংগঠন ‘কালের ছবির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত সভাপতি, কবি-সাংবাদিক ও সংগঠক আনমনা আনোয়ার আনুর স্মরণে এই আয়োজন। শুক্রবার মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালের ছবির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, নাট্যকার নির্দেশক শিশির রহমান, শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী, থিয়েটার সার্কেলের সাবেক সভাপতি ছাবেরা আক্তার ছবি, থিয়েটার সার্কেলের সভাপতি সাব্বির হোসাইন জাকির, শ্রুতিকথনের সভাপতি শেখ সুমন, শিক্ষক মো. জুনায়েদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু বক্কর সিদ্দিক মিথুন, কবি সুমন ইসলাম, কালের ছবির সাধারণ সম্পাদক আল মামুন, সাংবাদিক শেখ মো. শিমুল, শেখ মো. রতন, মঈনউদ্দিন সুমন, শিহাবুল হাসান, নাদিম মাহমুদ, জুয়েল রানা, নির্তেশ সি দত্ত, সাজ্জাদ হোসেন, প্রয়াত আনুর ভাই জাপান প্রবাসী মনির হোসেন, সম্বন্ধি আহসান কবির, আনুর আরিফ আঞ্জুম আলিফসহ মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে কালের ছবির ইফতার ও দোয়া মাহফিল"