স্টাফ রিপোর্টার : আগের যে কোন সময়ের তুলনায় সেবাধর্মী সংস্থাটি এখন বেশ দক্ষ। সবাইকে ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতার আহবান জানান। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসাইন। শনিবার সকালে গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন উদ্ধোধন কালে এই কথা বলেন ।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ‘লীগের নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। ভবেরচর স্টেশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম ইসলাম.সাবেক চেয়ারম্যান মো: রেফায়েতউল্লাহ খান তোতা। উদ্ধোধনী বক্তব্য করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় পরিচালক দেবাশীষ বর্ধণ প্রমুখ।
Be the first to comment on "গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন"