শিরোনাম

সিপাহীপাড়ায় অভিযাত্রিকের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার  : রামপালের সিপাহীপাড়ায় আনন্দ কমিউনিটি সেন্টারে অভিযাত্রিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এতে অভিযাত্রিকের সভাপতি মেহেদি হাসান মিঠুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ, রামপাল মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো: বোরহানউদ্দিন দেওয়ান, রামপাল কলেজের বাংলা বিভাগীয় প্রধান মনোয়ার মহসীনুল আলম, সংগঠক মো: শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো: নজরুল ইসলাম, মেডিফেয়ারের চেয়ারম্যান মো: কবিবুর রহমান গোলাপ, ইন্ডেভারের সভাপতি মো: আতিকুল ইসলাম সুমিত, সমাজ সেবক মো: আমান মোল্লা, লেখক ও সাংবাদিক মাহবুব আলম জয়,

অভিযাত্রিকের সাধারন সম্পাদক মো: সফিক ইসলাম, সংগঠনের সদস্য মো: জাকির হোসেন, মো: কাউসার,মো: পায়েল মো: উজ্জ্বল, মো: আশরাফ ঈমন, মো: নবীন হোসেন, মো: আনিছুর রহমান, মো: জনি হোসেন, মো: ফারুক, মো: আরিফ ঢালী, মো: কমল হোসেন, মো: কবির হোসেন ও মো: হৃদয় প্রমুখ। এতে মাদরাসার বেশ কিছু শিক্ষার্থী ইফতারে অংশ নেয়। এতে মোনাজাতে  এলাকাবাসীসহ দেশের কল্যাণে দোয়া করা হয়। সংগঠনটি প্রতিবছর এই বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছে।

 

 

Be the first to comment on "সিপাহীপাড়ায় অভিযাত্রিকের ইফতার মাহফিল"

Leave a comment

Your email address will not be published.


*