শিরোনাম

মুন্সীগঞ্জে ইন্ডেভারের ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার: সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে গঠিত সংগঠন “ইন্ডেভার” এর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়  জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন “উনান” রেস্তোরাঁয়  ইন্ডেভারের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এই ইফতার মাহফিল।

সংগঠনটির সভাপতি মোঃ আতিকুল ইসলাম  সুমিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সরকারি হরগঙ্গা  কলেজের শিক্ষক পরিষদের  সম্পাদক  মুন্সি সিরাজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সৈয়েদা সেলিনা, প্রভাষক মেহেদি হাসান মিঠু, সংগঠনটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম শাহ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম উজ্জ্বল সহ ইংরজী বিভাগের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

 

উল্লেখ্য সমাজ সেবামূলক নানা কর্মসূচির পাশাপাশি ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ইন্ডেভার। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে সাবেক-বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিল এই সংগঠন টি।

Be the first to comment on "মুন্সীগঞ্জে ইন্ডেভারের ইফতার মাহফিল"

Leave a comment

Your email address will not be published.


*