স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে যার ধর্মে পালন করে সুখে শান্তিতে বসবাস করে আসছে দেশে। আবার কেউ যদি নিজ ধর্ম জেনে শুনে পরিবর্তন করতে চায় সেটা তো তার অধিকার। কথাগুলো বলছিলেন ইসলাম ধর্মগ্রহনকারী দীন ইসলাম। সদর উপজেলার মিরাপাড়া গ্রামের বাসিন্দা তাপস। প্রায় দুইযুগ আগে তিনি তাপস থেকে দীন ইসলাম হয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করে।
বর্তমানে স্ত্রী তিন পুত্র সন্তান নিয়ে সুখেই বসবাস করছেন। দীন ইসলাম নিজের ব্যবসার পাশাপাশি পার্টটাইম মেঘনা ব্যাংকের নিরাপত্তা কর্মচারী হিসেবে কাজ করছেন। তিনি সভ্যতার আলোকে বলেন, হযরত মোহাম্মদ সা: কে ভালবেসে ইসলাম ধর্মগ্রহণ করেছি। এই ধর্মে পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ তায়ালা আমাদের খুব ভাল রেখেছেন।
Be the first to comment on "তাপস থেকে দীন ইসলাম হওয়ার গল্প"