রোজা নয়রে বোঝা।
হৃদয় দিয়ে সাধন করলে, রোজা তোমার সোজা।
সাধন করে মনে প্রাণে, রবরে যায় খোঁজা।
রোজা নয়রে বোঝা।
রহমত আছে, মাগফিরাত আছে, নাজাতের সুযোগ কাছে।
এতো সুযোগ মুসলিমরে ভাই,
ভয় নেই তাই পাছে।
রমজানের এই মহিমা তাই, হাতছানি দিয়ে ডাকে।
ত্রিশ পারায়, ত্রিশ দিনে, খোঁজ স্বর্গটাকে।
হালাল রুজি, সবে খুঁজি,
হারাম দুরে ফেলে।
অনায়াসে লোভ- লালসা,
সবটা দিয়ে ঠেলে।
জবান তোমার সঠিক করো,
হেফাজত চোখ, কান।
ভেবে রেখো রমজান জুড়ে,
রহমতের বান।
সবে সমান, নেই ভেদাভেদ,
সকল মুসলিম ভাই।
ধনী গরীব এক কাতারে
কোন তফাৎ নাই।
রোজা দেখায় বড় নেয়ামত,
একে সত্তর রাকাত।
দারিত্রতা দুর করতে,
রোজা শেখায় যাকাত।
যাকাত অর্থ তোমার নয় তা,
গরীবের পুরো ভাগ।
তা বিলাওনা হিসেব কষে,
তাও বড় হাক ডাক।
রোজা শিকায় পূণ্যতার পথ,
হৃদয় পূণ্য স্নানে।
ত্রিশ রোজার মহিমা পেয়ে,
রহমতের বানে।
Be the first to comment on "রোজা — জসীম উদ্দীন দেওয়ান"