শিরোনাম

সিরাজদিখানে র‌্যাবের অভিযানে ১’শ বিশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

সিরাজদিখান প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব-১১। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ জানায়, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে উপজেলার কেয়াইন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ডাক্তার কোয়ার্টাস্ এর উত্তর পূর্ব কোন সংলগ্ন রাস্তার ফাঁকা জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা উপজেলার ছোট সিকারপুর গ্রামের মৃত শামসুদ্দিন দেওয়ানের পুত্র মোঃ হোসেন দেওয়ান, বাবু (৩৪) ও একই গ্রামের  নুর মোহাম্মদ ভূঁইয়ার পুত্র মোঃ কাওছার ভূঁইয়া  (৩২)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Be the first to comment on "সিরাজদিখানে র‌্যাবের অভিযানে ১’শ বিশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*