নাজমুল মোল্লা, সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে কারিতাস রশুনিয়া আইসিটি সেন্টারের উদ্যোগে কারিতাস ঢাকা অঞ্চলের আইএমডিসি প্রকল্পের আয়োজনে এ আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসুদ লস্কর, কানিতাস মাঠকর্মকর্তা ( সিএমএফপি ) কোহিনুর বেগম, আইএমডিসি ফিল্ড মনিটর নারায়ন চন্দ্র মজুমদার (নয়ন), বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিলীপ কুমার দত্ত, সিনিয়র শিক্ষক কল্যানী বনিক, সহকারি শিক্ষক বাসুদেব সরকার, শিল্পী আক্তর, আসলাম মিয়া প্রমুখ।
প্রকল্পের ফিল্ড মনিটর মিঃ নারায়ন চন্দ্র মজুমদার (নয়ন) কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন। বিদ্যালয় মৗানেজিং কমিটির সভাপতি মো. মাসুদ লস্কর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
Be the first to comment on "সিরাজদিখানে আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত"