শিরোনাম

চরফ্যাশনে যুবলীগ নেতা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

 

নিজস্ব প্রতিবেদক: ১১ মে  ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও রসুলপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  জসিম হাওলাদার (৩৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। জসিম উপজেলার রসুলপুর গ্রামের  মো. আলী হোসেন হাওলাদারের ছেলে।

জসিমের মামা রফিকুল ইসলাম খান জানান, পূর্ব শত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধায় বাড়ি ফেরার সময় হঠাৎ পিছন থেকে আ. সালাম হাওলাদারের ছেলে রুবেল ও আ. রাজ্জাক মাষ্টারের ছেলে আরাফাতসহ ৭/৮ জন সন্ত্রাসী জসিমকে হত্যা করতে এলোপাতারি কুপিয়ে জখম করে । স্থানীয়রা গুরুতর অবস্থায় জসিমকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। তবে তার অবস্থা আশঙ্কা জনক। কর্তব্যরত ডাক্তারগন তাকে বরিশাল বা ঢাকা নেয়ার পরামর্শ দিচ্ছেন।

Be the first to comment on "চরফ্যাশনে যুবলীগ নেতা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে"

Leave a comment

Your email address will not be published.


*