নিজস্ব প্রতিবেদক, চরফ্যাাশন : ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ কুকরি মুকরি ইকোপার্কের নির্মাণ কাজে নিয়োজিত নাজিম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত নাজিম উপজেলার পশ্চিম এওয়াজপুর গ্রামের কালাম বাগার ছেলে।
নাজিমের শশুর হান্নান অভিযোগ করেন চরফ্যাশনের মামুন ট্রের্ডাসের সাব- কন্টাক্টর খোকন ইচ্ছার বিরোদ্ধে নাজিমকে কুকরিতে কাজে নেয়। শুক্রবার বিকেলে জেনারেটরের বিদ্যুতে স্পৃষ্ট হয়েছে বলে রাতে চরফ্যাশন হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে অজ্ঞাত কারণে হাসপাতালে মৃত্যুর রেকর্ড না করে নাজিমকে বাড়ি নিয়ে যায়। নাজিমের মৃত্যর ঘটনাটি সন্ধেহ জনক। এতে রহস্য রয়েছে।
মামুন ট্রের্ডাসের সাব- কন্টাক্টর খোকন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন শুক্রবার বিকেলে নাজিম রট কাটার জন্য জেনারেটর ষ্টার্ড দিয়ে তার লাগাতে গেলে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরপর তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের জন্য তাদের ফার্ম থেকে অনুদান দেয়া হবে।
মামুন ট্রেডার্সের স্বতাধিকারী ইউনুস আল- মামুন নিহত নাজিম তার ফার্মের শ্রমিক না দাবী করে বলেন সে সাব -কন্টাক্টর খোকনের শ্রমিক।
Be the first to comment on "চরফ্যাশনে নিমার্ণ শ্রমিকের রহস্য জনক মৃত্যু"