লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বেসরকারি বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘লালমোহন টেলিভিশন জার্নালিস্ট ফোরাম’ এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে সকলের স্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে নতুন সময় টেলিভিশনের লালমোহন প্রতিনিধি আব্দুস সাত্তারকে সভাপতি, একাত্তার টিভির লালমোহন উপজেলা সংবাদদাতা মো. জসিম জনিকে সিনিয়র সহ-সভাপতি, মাই টিভির ভোলা দক্ষিণ প্রতিনিধি সিরাজ মাসুদকে সাধারণ সম্পাদক, চ্যানেল এস এর ভোলা দক্ষিণ প্রতিনিধি হাসান পিন্টুকে সাংগঠনিক সম্পাদক, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি এম.এ হান্নানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও এম টিভি বাংলার লালমোহন প্রতিনিধি এনামুল হক রিংকুকে সম্মানিত সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নতুন এ কমিটির সদস্যরা সর্বদা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সমাজের অনিয়ম দুর্নীতি তুলে ধরবো। এবং একজন আরেকজনের বিপদে এগিয়ে আসবো।
Be the first to comment on "লালমোহনে টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন"