এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন (ভোলা) থেকে।।ভোলার চরফ্যাশনে বিচার বিভাগের বিচারক ও আদালতের ভাবমূর্তি নিয়ে ভোলায় প্রকাশ্যে কিছু সংখ্যক কর্মচারি নামধারী ষড়যন্ত্রকারিদের নিয়ে একজন কর্তব্যপরায়ন জজের বিরুদ্ধে মানববন্ধনে বিগতদিনের ন্যায় ষড়যন্ত্রের অংশ হিসেবে জনমনে নানান প্রশ্নের দেখা দিয়েছে।
চরফ্যাশনে কর্মরত অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ নুরুল ইসলাম কে একজন স্বেচ্ছাচারি উপাধি দিয়ে তারই অধীনস্থ পেশকার(অফিস সহকারি কাম-কমপিউটার অপারেটর) সোহেল ফরাজি অভিযোগ করে বলেন তার সহধর্মিনী বরিশালের একটি মডেল স্কুলের শিক্ষিকা ৫ মাসের সন্তান অন্তঃসত্তা থাকায় চিকিৎসার জন্য কর্তৃপক্ষের কাছে বারবার ছুটি চেয়ে পাননি।
ফলে বারবার যথাযথ দায়িত্ব পালনের অভাবে ৮মে তার জমজ সন্তান গর্ভে মারা গিয়ে মৃত সন্তান প্রসব করে। ছুটির অজুহাতে এই ঘটনায় তিনি অতিরিক্ত দায়রা জজ মোঃ নুরুল ইসলামের স্বেচ্ছাচারিতাকে দায়ী করে তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে।
এই ঘটনাকে ষড়যন্ত্র ও বিচারবিভাগ ও কর্তব্য পরায়ন একজন বিচারককে জড়িয়ে জনসন্মুখে আদালতের ভবমূর্তিক্ষুন্ন কারিদের বিচারের আওতায় এনে মিথ্যা অভিযোগকারীর সোহেল ফরাজির যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন চরফ্যাশন আইনজীবি সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃমোজাম্মেল হক।
তিনি সাংবাদিকদের লিখিত বক্তব্যে বলেন চরফ্যাশন আদালতে কর্মরত পেশকার সোহেল ফরাজির বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়। তার স্ত্রী বরিশালে একটি স্কুলে শিক্ষকতা করে এবং ওখানে বাসা ভাড়ায় থাকেন। মাসে তার ইচ্ছামত তিনি ছুটি ভোগ করেন।কর্মক্ষেত্রে তার অসীম দূর্নীতির অভিযোগ রয়েছে।অবৈধভাবে সোহেল অনেক টাকার মালিক বনে গেছেন। সাপ্তাহিক কর্মদিবসে তার অনুপস্থিতিতে মামলার কার্যক্রমে আমাদের অনেক বেগ পোহাতে হয়।জজ সাহেব তাকে চাকুরি বিধি অনুযায়ী ছুটি দিয়েছেন। তার সহধর্মিনীর চিকিৎসার নামে সে যখন চেয়েছে নিজ ইচ্ছামত ছুটি ভোগ করেছে।
আইনজীবি নেতা আরো বলেন চরফ্যাশনে স্হাপিত অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত নিয়ে কতিপয় আইনজীবি ও আদালতের কর্মচারি এই সোহেল ফরাজি সহ কিছু সংখ্যক লোক আদালতটি ভোলায় পূনঃস্হাপনের জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে তারা একজন কর্মচারির ব্যক্তিগত বিষয় নিয়ে বিচারকের স্বেচ্ছাচারিত্বের বিরুদ্ধে মানববন্ধন করে বিচার বিভাগের মর্যাদা ক্ষূন্ন করেছে। তার এহেন বিচার বিভাগ বিরোধী কর্মকান্ডে অভিযুক্ত সোহেলকে চাকুরিচ্যুত সহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক চরফ্যাশন আদালতের এক কর্মচারী বলেন পেশকার সোহেলের স্বেচ্ছাচারিতায় সাধারন মানুষ তার কাছে ছিল জিম্মি। চরফ্যাশনের আদালতের গোপন তথ্য ভোলার কতিপয় আইনজিবী ও তার সংগঠন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ভোলা কমিটির সদস্যেদের নিকট ফাসঁ করে দিতেন।এই কারনে তাকে ঘিরে সহকর্মিদের সাথে বিরোধ সৃষ্টি হয়। সোহেল বরিশাল বদলির জন্য তার ভোলার সহকর্মিদের নিয়ে এই ষড়যন্ত্রের কারন।তার জমজ সন্তান মারা যাওয়ার পিছনে জজ সাহেবের ছুটি মূখ্য কারণ নয়।
পেশকার সোহেল ছুটি প্রসঙ্গে স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের মাধ্যমে চরফ্যাশন জেলা দায়রা জজ মোঃনুরুল ইসলাম আলোকিত মুন্সীগঞ্জকে বলেন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও উদ্দ্যেশ্য মূলক। সে যখনই তার স্ত্রীর চিকিৎসার জন্য ছুটি চেয়েছেন তখনই তাকে ছুটি দিয়েছি।ছুটি ছাড়াও সে বিভিন্ন সময়ে তার ইচ্ছাঅনুযায়ী ছুটি ভোগ করতো।সে কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটি ভোগ করায় চাকুরি বিধি ভঙ্গ করেছেন।আদালতের কর্মচারী হয়ে জনসন্মুখে মানববন্ধন করে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষূন্ন করবেন এটা কখনো ভাবতে পারিনি। তিনি তার কর্মচারি সোহেলের স্ত্রীর জমজ সন্তান মারা যাওয়ায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বিচার বিভাগে কর্মরত থেকেও এমনভাবে জনসম্মুখে মানববন্ধন করে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করায় চরফ্যাশন জুড়ে বইছে সমালোচনার ঝড়।
Be the first to comment on "চরফ্যাশনে বিচারকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ষড়যন্ত্র মূলক"