শিরোনাম

সেই প্রতিবন্ধী রিপন মারা গেছে

 

স্টাফ রিপোর্টার: সদর উপজেলার আদারিয়াতলাস্থ দেওয়ানবাড়ির মো: শামসুল হকের প্রতিবন্ধী পুত্র   রিপন ( ২০)  মারা গেছে। মঙ্গলবার ভোর রাতে নিজ বাসভবনে ইন্তকাল করেন। ইন্না লিল্লাহে রাজিউন…।রিপন জন্মগত ভাবে শারিরীক প্রতিবন্ধী ছিল।

রিক্সা চালিয়ে প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা চালাতেন বাবা মো: শামসুল মিয়া। সেই বাবার কাঁদেই উঠল সন্তানের লাশ। তার বাবা এই সময় সন্তানকে হারিয়ে মানুষিক ভাবে ভেঙ্গে পড়েন। তিনি বলেন, দুই সন্তান হলেও রিপন জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়ায় ওর প্রতি আদরের কোন ঘাটতি ছিল না। এ সময় সন্তানের জন্য দোয়া চান বাবা।

বাবার সাথে প্রতিবন্ধী  রিপন।

মঙ্গলবার বাদ জোহর আদারিয়াতলা প্রাথমিক বিদ্যালয় মসজিদের মাঠে তার জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে  সভ্যতার আলো  পত্রিকায় সং বাদ  প্রকাশের পর মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা রিপনকে একটি হুইল চেয়ার ও চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা প্রদান করেন।

Be the first to comment on "সেই প্রতিবন্ধী রিপন মারা গেছে"

Leave a comment

Your email address will not be published.


*