শিরোনাম

মুন্সীগঞ্জে প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া এলাকায় সোমবার (৬ মে) সকালে প্রাইভেটকার চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। লৌহজং থানার ওসি মনির হোসেন এ খবর নিশ্চিত করেন।

 

নিহতরা হচ্ছেন পারভীন বেগম (৩৫) ও তার মেয়ে সামিয়া বেগম (০৩)। পারভীন বেগম উপজেলার দক্ষিণ মেদেনীমন্ডল এলাকার মিজান হাওলাদারের স্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া-কবুতরখোলা সড়কে পদ্মা সেতুর যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

 

 

 

লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, উপজেলার মাওয়া-কবুতরখোলা সড়কে সকাল সাড়ে ১০টার দিকে দ্রুত গতির একটি প্রাইভেটকার মা ও মেয়েকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়ে সামিয়াকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মা পারভীনকে ঢাকা মিটফোর্ট হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে মা পারভীন মারা যান।

ডেস্ক রিপোর্ট

Be the first to comment on "মুন্সীগঞ্জে প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত"

Leave a comment

Your email address will not be published.


*