শিরোনাম

সৌদি আরবে রোজা শুরু কাল

 

আন্তর্জাতিক ডেস্ক  ।। মধ্যপ্রাচ্যে গতকাল শনিবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। অর্থাৎ আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে।

 

শনিবার সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে দেশটির গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে।

 

এদিকে সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে বলে জানা গেছে। এসব দেশে রোববার থেকে তারাবি শুরু হবে।

 

সোমবার সৌদি আরবে রোজা শুরু হওয়ায় আগামী মঙ্গলবার বাংলাদেশে রোজা শুরু হবে এটা প্রায় নিশ্চিত। যদিও সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

Be the first to comment on "সৌদি আরবে রোজা শুরু কাল"

Leave a comment

Your email address will not be published.


*