স্টাফ রিপোর্টার: ফণীর প্রভাবে মুন্সীগঞ্জের ৬ টি উপজেলায় শুক্রবার বৃষ্টিপাত হয়েছে। জেলা সদর,টঙ্গীবাড়ি, লৌহজং সিরাজদিখান,শ্রীনগর ও গজারিয়ায় সর্বত্র এ বৃষ্টি হয়। শুক্রবার সকাল ও দুপুর থেকে এলাকাগুলো বৃষ্টিপাত শুরু হয়। তবে সর্বত্র থেমে থেমে এই বৃষ্টি হঢ। কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে। এদিকে বৃষ্টিপাতের কারণে নদীর তীরবর্তী এলাকার লঞ্চঘাট, হাটবাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট জনসাধারন ছিল কম। যানবাহন চলাচল তেমন দেখা যায়নি।
Be the first to comment on "ফণীর প্রভাবে মুন্সীগঞ্জে বৃষ্টিপাত"