শিরোনাম

৩শ বিসিএস পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন ভোলার ডিসি

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে আটকা পড়া প্রায় তিন শ জন বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকের উদ্যোগে বিশেষ উপায়ে তারা বরিশালে গিয়ে পরীক্ষা দেন।

শুক্রবার সকাল ১০টায় শুরু হয় ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শেষ হয় দুপুর ১২টায়।

 

পরীক্ষার নির্ধারিত কেন্দ্রে যাওয়ার জন্য গতকাল ভোলা-ঢাকা রুটে যান প্রায় তিন শ পরীক্ষার্থী। কিন্তু নৌযান চলাচল বন্ধ থাকায় সেখানে গিয়ে বিপাকে পড়েন ৪০তম বিসিএসের প্রিলিমিনারি দিতে যাওয়া এসব পরীক্ষার্থী।

 

পরে তারা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে ভোলার জেলা প্রশাসক বিশেষ উপায়ে বিকল্প পথে তাদের বরিশাল পাঠিয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন।

 

জানতে চাইলে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, আটকেপড়া পরীক্ষার্থীরা যোগাযোগ করলে বৃহস্পতিবার ২০০ জনকে বিশেষ উপায়ে লাহারহাট হয়ে বরিশালে পাঠানো হয়। এছাড়া সেখানে অবস্থান করা প্রায় ৬০ থেকে ৭০ জনকে শুক্রবার সকালে স্পিডবোটযোগে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।

 

ডেস্ক রিপোর্ট।

 

 

Be the first to comment on "৩শ বিসিএস পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন ভোলার ডিসি"

Leave a comment

Your email address will not be published.


*