তাজুল ইসলাম রাকীব :লৌহজং থেকে: লৌহজংয়ের বৌলতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স তথ্য প্রযুক্তি সমৃদ্ধ নতুন ভবনটি উদ্বোধনের অপেক্ষায় আছে।
প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে মেসার্স কফিল এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়।
গত বছরের ১০ সেপ্টেম্বর ২০১৮ ইং বৌলতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের শুভ উদ্বোধন করেছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি
( এম,পি),উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার চেয়ারম্যান মোঃ ওসমান গনী তালুকদার, বৌলতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার।
বৌলতলী ইউনিয়ন পরিষদের ৮ও ৯ নং ওয়ার্ডের সদস্য পলাশ মেম্বার ও ইউসুফ ফরাজি বলেন, আমাদের নতুন ভবনটি অতি শীঘ্রই উদ্বোধন করা হবে সেই লক্ষে কাজ করা হচ্ছে।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইয়াসিন মিয়া বলেন, এই ভবনটি অতিদ্রুত নির্মাণ কাজ শেষ হয়েছে আশা করি অতিদ্রুত উদ্বোধন করা হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার জানিয়েছেন, ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। আমাদের এম,পি মহাদ্বয়ের সাথে আলাপ আলোচনা করে আগামী মাসের মধ্যে এই ভবনটি উদ্বোধন করা হতে পারে। এই ভবনটি নির্মাণের কারনে আমাদের কাজের পরিধি ডিজিটালাইজ করা সম্ভব হবে।
Be the first to comment on "উদ্বোধনের অপেক্ষায় বৌলতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নতুন ভবন"