স্টাফ রিপোর্টার: প্রয়াত মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জামাল হোসেনের রুহের মাগফিতার কামনায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল ও গনভোজ হয়েছে। সোমবার বাদ জোহর শহরের পুরাতন কাচারী জেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে প্রথমে দোয়া ও পরে গনভোজ অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ শহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি পিপি আব্দুল মতিন, জেলা শ্রমিকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম দেলোয়ার হোসেন, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. শামসুর নাহার শিল্পি, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, এড. নাসিমা আক্তার, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর নার্গিস আক্তার সহ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা জামাল হোসেনের রুহের মাগফিতার কামনায় আওয়ামীলীগের দোয়া মাহফিল"