নাজমুল মোল্লা, সিরাজদিখান প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজদিখানে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রোমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার ।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. মতিন হাওলাদার, ক্যাবের সিরাজদিখান শাখার সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ, হামিদুর রহমান লিংকন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মনির হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগন।
আলোচনা সভা শেষে কৃষকদের উৎপাদন , রন্ধণ, চিত্রাঙ্গান প্রতিযোগিতায় বিজয়ীদের সহ ৩২ জন অংশগ্রহণ কারীদের মাঝে ক্রেস্ট তুলে দেন । #
Be the first to comment on "সিরাজদিখানে পুষ্টি সপ্তাহের পুরষ্কার বিতরণী"