প্রকান্ড সাগর তরঙ্গের ফাঁকে ফাঁকে, হর্ষে মেলে ডানা দুটো, ঠাঁই নিয়েছো তাতে।
সকল সঙ্গীদের ছেড়ে, একাকী মন ভিঁজিয়ে মেতে।
তুমি সীগালের ধবধবা গতর, বার বার লোনা জলে ভিঁজিয়ে,
আজীবন হারানোর পথ সাজিয়ে, বিদায়ের ঘন্টা বাজাও।
রজনীর গভীরে, কোথা যাও কবিরে?
কেন সৈকতে টেনে নিয়ে যাও?
জলের তলে, কালের ছবি রেখেছো?
খুঁজে আনতে কি উতালা, যা এঁকেছো?
রাত পোহাবার বারণ মানছনা কবি।
সাগর জলেই বুঝি ছিলো, তোমার কালের ছবি!
হারিয়ে গেছো গভীরে, খুঁজে পাবো তোমায় কবিরে।
গদ্য কবিতার ফাঁকে ফাঁকে, কিংবা সাগরের বাঁকে বাঁকে।
তুমি সীগাল হোটেল ছেড়ে, সীগালদের পাশে,
নিজেকে মিলিয়ে ফেলেছো, সাগর ভালোবেসে।
ডানা দুটো উড়িয়ে, সকলরে ছাড়িয়ে, ঝাঁপিয়ে পড়েছো উতাল সিঁন্দুতে।
নেচে নেচে,হেসে হেসে, লোনা জলে ভেসে ভেসে।
টুপ করে ডুব দাও, খুঁজে নিবো বন্ধুতে।
কি কইবো তোমায় কবিরে, হারিয়ে গেছো গভীরে।
সাগর তীরে গেলে কদাচ, খোঁজবো কালের ছবিরে।।
Be the first to comment on "প্রিয় আনমনা আনোয়ারের স্মরণে।। হারিয়ে গেছো গভীরে।। জসীম উদ্দীন দেওয়ান"