শিরোনাম

অভিবাসীদের বাজেট চাই শীর্ষক আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টার:  অভিবাসীদের বাজেট চাই শীর্ষক আলোচনা সভা হয়েছে।  সোমবার (২৯ এপ্রিল) রাজধানী ঢাকার বিয়াম অডিটরিয়ামে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত ‘অভিবাসীর বাজেট’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড মৃণাল কান্তি দাস।

এ সময় মৃণাল কান্তি দাস বলেন, বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুত করে তোলা সম্ভব।

। নারী কর্মীদের নিরাপত্তার বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এতে ওকাপের সভাপতি মো: শাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয়   ওকাপের নির্বাহী পরিচালক মো: ওমর ফারুক চৌধুরী, জনশক্তি কর্মসংস্থান  ব্যুরোর মহাপরিচালক মো: সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মনিরুছ সালেহীন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি নুরুল কাদের, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওম), বাংলাদেশের চিফ অব মিশন গিয়র্গি গিগরিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

 

আলোচনায় সভায় মৃণাল কান্তি দাস বলেন, বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা এবং দূতাবাসের লোকবল বৃদ্ধির জন্য স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করা হবে।

Be the first to comment on "অভিবাসীদের বাজেট চাই শীর্ষক আলোচনা সভা"

Leave a comment

Your email address will not be published.


*