শিরোনাম

মুন্সীগঞ্জে বেদে পল্লীতে আটশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইচ্ছে ফাউন্ডেশন

জসীম উদ্দীন দেওয়ান : বেসরকারী প্রতিষ্ঠান ইচ্ছে ফাউন্ডেশন, বেদে সম্প্রদায়ের আটশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ইছামতির তীর ঘেঁষে গড়ে ওঠা বেদে পল্লীর দেড় শতাধিকটি পরিবারের মাঝে চাল, ডাল, বুট, চিনি এবং তেলসহ বিভিন্ন ভোজ্য পন্য বিতরণ করেন।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বারের সভাপতিত্বে এসময় ডিআইজি হাবিবুর রহমান , মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, উপস্থিত থেকে বেদেদের হাতে খাদ্য সামগ্রী তোলে দেন। এছাড়া একই ফাউন্ডেশনের তহবিল থেকে লৌহজং উপজেলার কনকসার, মেদিনীমন্ডল ও গোয়ালীমান্দা বেদে সম্প্রদায়ের সাড়ে ছয়শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য বিতরণ অনুষ্ঠান থেকে বেদেদের ভাসমান জীবনের অবসান ঘটাতে , আগামী ছয় মাসের মধ্যে স্থায়ী আবাসন ব্যবস্থার ঘোষণা প্রদাণ করা হয়। পরে অনুষ্ঠানের অতিথিরা বেদে পল্লী ঘুরে দেখেন।

 

মুন্সীগঞ্জ ২৪

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে বেদে পল্লীতে আটশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইচ্ছে ফাউন্ডেশন"

Leave a comment

Your email address will not be published.


*