মুন্সীগঞ্জে ভুতুড়ে বিলের কারণে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌরসভার কোটগাঁও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শহরের হাটলক্ষিগঞ্জ এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ঘেরাও করে তারা।
এ সময় এলাকাবাসী জানায়, গত মাসের বিলের চেয়ে এ মাসে দ্বিগুণ বিল দিয়েছে পল্লী বিদ্যুৎ। এমন ভুতুড়ে বিলের কারণ জানতে চায় এলাকাবাসী।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ মুন্সীগঞ্জ জোনাল অফিসের এ জিএম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রিপেইড মিটার শুরু করেছি। আমার কাছে এলাকাবাসী এসেছিলেন, আমি আমাদের ইঞ্জিনিয়ার ওই এলাকাতে পাঠিয়ে দেখবো। যদি এ রকম সমস্যা থাকে তাহলে অতি দ্রুত তাদের সমস্যা সমাধান করব।
বিডি২৪লাইভ
Be the first to comment on "মুন্সীগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ অফিস ঘেরাও"