শিরোনাম

মুন্সীগঞ্জে থিয়েটার সার্কেলের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: থিয়েটার সার্কেল,মুন্সীগঞ্জ-এর ২০১৯-২০ বছরের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাতে শহরের মালপাড়াস্থ সংগীত একাডেমিতে বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি হয়েছেন  সাব্বির হোসাইন জাকির, সহ সভাপতি- মোজাম্মেল হোসেন সজল, সহসভাপতি জয়া দাস শিখা, সাধারণ সম্পাদক -জিতু চন্দ্র রায় সাংগঠনিক,আশ্রাফ আলী,অর্থ-মো: শিপন,অনুষ্ঠান -ইকবাল মাহমুদ,শিশু-তুষার চন্দ্র রায়, মহিলা-সুচিত্রা দাস, প্রচার প্রকাশনা -নাইমুর রহমান তমাল, দপ্তর –

হৃত্তিক দাস,আন্তর্জাতিক -ডালিম রহমান দোলন,প্রশিক্ষণ -তুষার খান, পাঠাগার ও আলোকচিত্র-জয় কৃষ্ণ দাস, আপ্যায়ন ও বাসস্থান-সীমান্ত দাস,আবৃতি -তামান্না সরকার মনি, নৃত্য -সুমি দাস শুভ্রা, সংগীত -সালাহ উদ্দিন বাবুল প্রমুখ।

এছাড়াও কার্যকরী সদস্য হয়েছেন শিশির রহমান, বিন্দু সরকার,আনমনা আনোয়ার, সুদীপ দাস দীপ, আল মামুন,আশিক চৌধুরী মনির, লোকনাথ দাস,আব্দুল্লাহ আল মামুন,শুভ দাস,জিল্লুর রহমান ইমন,জিনাত জাওহারা, শিপ্রা দাস ও জয় দাস ম্যথিন প্রমুখ।

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে থিয়েটার সার্কেলের নতুন কমিটি গঠন"

Leave a comment

Your email address will not be published.


*