স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে নবাগত সিভিল সার্জনকে মুন্সীগঞ্জ জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার সকালে নব যোগদানকারী সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বিকে ফুলেল শুভেচ্ছা এই ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

মুন্সীগঞ্জে নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: রাব্বি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন বনিক, মুন্সীগঞ্জ জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি আয়নাল হক স্বপন, সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী ও যুগ্ম সাধারন সম্পাদক মো: সাইফুর রহমান এবং সংগঠনটির অন্যান্য ব্যক্তিবর্গ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা"