স্বাস্থ্য কথা: আসুন কিডনিকে বাঁচাই।। ডা: মো: নাজমুল হাসান

 

 

  • নিয়মিত ব্লাড প্রেসার বা রক্তচাপ পরীক্ষা করি।

  • হাইপ্রেসার বা উচ্চ রক্তচাপ থাকলে, পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখি।

  • চল্লিশোর্ধ সবাই নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করি।

  • ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখি।

  • অকারনে ব্যাথার ঔষধ সেবন থেকে বিরত থাকি।

  • কোন রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কিডনী আঘাত হতে পারে এমন ঔষধ (ব্যাথার ঔষধ, এন্টিবায়োটিক প্রভৃতি) সেবন হতে বিরত থাকি।

  •  নিয়মিত ২-৩ লিটার পানি পান করি।

  •  ফ্রেশ এবং ক্যমিকেল মুক্ত শাক সবজি, ফল মুল গ্রহন করি।

 

 

 

Be the first to comment on "স্বাস্থ্য কথা: আসুন কিডনিকে বাঁচাই।। ডা: মো: নাজমুল হাসান"

Leave a comment

Your email address will not be published.


*