শিরোনাম

রেনেসাঁ ক্লিনিক মালিকের বিরুদ্ধে থানায় জিডি

 

মুন্সীগঞ্জ শহরের রেনেসাঁ ক্লিনিকের মালিক আক্কাস আলীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। বায়োফার্মা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আবু সাইদ বুধবার রাত ১১টায় সদর থানায় এই জিডি দায়ের করেন। যার জিডি নাম্বার ৮৭৬, ১৭/৪/১৯।

 

জিডিতে তিনি উল্লেখ করেন, ক্লিনিক মালিক আক্কাস আলি তাকে ফোন করে নিজ প্রতিষ্ঠান রেনেসাঁয় যেতে বলেন। এরপর সেখানে গেলে পিস্তল ঠেকিয়ে তাকে হুমকী দেয়া হয়, যেন মোটরসাইকেলে ডাক্তার কামরুল হাসানকে আর না উঠান।

 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্রা আলমগির হোসাইন জানান, থানায় জিডি করা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

 

জানা যায়, থানায় জিডি দায়ের করার পর ক্লিনিকে আক্কাসের খোঁজে যায় পুলিশ। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় আক্কাসকে পাওয়া যায়নি।

 

সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক কামরুল হাসান পূর্বে আক্কাস আলীর রেনেসাঁ ক্লিনিকে ছিলেন। এরপর রেনেসাঁ ত্যাগ করে ফেমাস ক্লিনিকে চলে যায় চিকিৎসক কামরুল। এর জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

 

অবজারভার

 

Be the first to comment on "রেনেসাঁ ক্লিনিক মালিকের বিরুদ্ধে থানায় জিডি"

Leave a comment

Your email address will not be published.


*