নাজমুল মোল্লা, সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে “মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন, মুক্তিযুদ্ধকালীন ২ থানার কমান্ডার আলী আহমেদ বাচ্চু, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খায়ের প্রেসক্লাবের সভাপতি কে এন ইসলাম বাবুল প্রমুখ।
Be the first to comment on "সিরাজদিখানে মুজিবনগর দিবস উদযাপন"